সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০জুলাই) বিকালে বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু টানেল চত্ত্বর থেকে শুরু হয়ে পিএবি সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, মৃণাল কান্তি ধর, সহ-সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, যুগ্ন সম্পাদক নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, এমএ মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন আমজাদী, চেয়ারম্যান কলিম উদ্দিন, মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহম্মাদ ছৈয়দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক রহিম, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান প্রমুখ।
মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।