সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণামূলক সাময়িকী ‘ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনী’ কমিটি গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কবি মুজিব রাহমানকে আহবায়ক এবং সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গবেষক ইলু ইলিয়াসকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) নগরীর মোমিন রোডে ইতিহাসের খসড়া কার্যালয়ে এক সভায় ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
খ্যাতিমান সাংবাদিক ও গবেষক মুহাম্মদ শামসুল হক ‘ইতিহাসের খসড়া’ সাময়িকীর সম্পাদক। ২০১৪ সাল থেকে প্রকাশ হওয়া এই সাময়িকী দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে ইতোমধ্যে পরিচিতি তৈরি করেছে।
ইতিহাসের খসড় সাময়িকীর সুহৃদদের নিয়ে এক আলোচনা সভায় ‘সুহৃদ সম্মিলনী’ কমিটি গঠন করা হয়। এতে লেখক ও নাট্যব্যক্তিত্ব আহাম্মদ কবীরকে উপদেষ্টা করা হয়েছে। আহবায়ক ও প্রধান সমন্বয়কারী বাদে কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহবায়ক সাংবাদিক স্বপন মল্লিক ও মহসীন কাজী, যুগ্ম সমন্বয়কারী সুব্রত কান্তি চৌধুরী ও মিঠুন চৌধুরী এবং সদস্য পদে মুহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, রশীদ মামুন, ভাস্কর শুভাশীষ বড়ুয়া রুপো, লেখক রশীদ এনাম এবং নেহলিন হক।
আলোচনা সভায় বক্তারা ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংশ্লিষ্ট বিষয়ে লেখকসহ সমাজের গুণী ব্যক্তিদের অবদান নতুন প্রজন্মসহ নানা মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ইতিহাসের খসড়ায় লেখালেখি ছাড়াও পাঠচক্র, গোলটেবিল আলোচনা, সেমিনার গুণীজন সংবর্ধনা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সুহৃদ সম্মিলনীর প্রধান উপদেষ্টা আহাম্মদ কবীরের সভাপতিত্বে সভায় আহবায়ক কবি মুজিব রাহমান, প্রধান সমন্বয়কারী গবেষক ইলু ইলিয়াস, ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক, সাংবাদিক স্বপন মল্লিক, মহসীন কাজী, সংগঠক ও প্রকাশক সুব্রত কান্তি চৌধুরী, সাংবাদিক মিঠুন চৌধুরী, ইতিহাসের খসড়ার বিশেষ সহকারী নেহলিন হক বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/ এনইউ