জয়নাল আবেদীন, কক্সবাজার, ২৯ মে: আজ বুধবার, ২৯ মে, ‘ইপসা’ কক্সবাজার আঞ্চলিক অফিসের আয়োজনে প্রতিষ্ঠানটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজারের ইপসা’র টিম লিডার খালেদা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো: হারুন, ফোকাল পার্সন, কক্সবাজার।
অনুষ্ঠানে বক্তারা ‘ইপসা’-র দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, “ইপসা সর্বদা সুবিধা বঞ্চিত মানুষদের চাহিদাকে বিবেচনায় রেখে বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনীমূলক পন্থায় স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করে আসছে।”
খালেদা বেগম, ইপসা কক্সবাজার টিম লিডার বলেন, “আমরা গত ৩৯ বছর ধরে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে আসছি। আজকের এই আনন্দ আয়োজন আমাদের অবদানের স্বীকৃতি। আমরা ভবিষ্যতে আরও বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শহিদুল ইসলাম,সহকারী পরিচালক বলেন, “ইপসায় কাজ করা আমার গর্ব। আমরা এমন একটি প্রতিষ্ঠানের অংশ যা সত্যিই মানুষের জীবনে পরিবর্তন আনছে।”
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মো: হারুন, ফোকাল পার্সন,কক্সবাজার অফিস, জিসু বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার, আবদুস সবুর, প্রোগ্রাম ম্যানেজার, এনায়েত মাওলা, ফাইনান্স ম্যানেজার, জয়নাল আবেদীন, প্রজেক্ট কোর্ডিনেটর, সিহাব জিসান, প্রজেক্ট কোর্ডিনেটর, ইউছুফ আলী, প্রজেক্ট কোর্ডিনেটর, মো: ইসমাইল, মনিটরিং অফিসার, বনরত্ন,মনিটরিং অফিসার, গোলাম সরওয়ার, প্রোগ্রাম অফিসার, আবিদুর রহমান, উপজেলা কোর্ডিনেটর,
শাহিনা আক্তার, ফাইনান্স অফিসার, শামিম, রাসেল সহ ইপসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
ইপসা ১৯৮৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজ করে।