ইপসা দিশারি প্রকল্পের আয়োজনে কক্সবাজার সদর উপজেলায় জেন্ডার ট্রান্সফরমেটিভ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার-সোমবার (১৯-২০ নভেম্বর, ২০২৩) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেমিনার রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
২ দিনব্যাপি কর্মশালাটির মধ্য দিয়ে শেষ হলো ইপসা দিশারি প্রকল্পের আয়োজিত ২ দিন ব্যাপি এই কর্মশালা।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ। ফ্যাসিলিটেটর হিসেবে
আরও উপস্থিত ছিলেন ডাঃ হাবিবুর রহমান, মেডিক্যাল অফিসার।
ডাঃ রাদিয়া আফরোজ বলেন, “দুর্যোগের সময় স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ অবস্থায় থাকে। এই সময় নারী, শিশু, প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষজন অনেক বেশি অসহায় হয়ে পড়ে। দুর্যোগের সময় তাদের পাশে আগে দাড়াতে হবে। “
ডাঃ হাবিবুর রহমান দুর্যোগ কালীন সময়ে কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য টিম গঠন, প্রচারনা করার জন্য বলেন।২ দিন ব্যাপি এই কর্মশালার সভাপতিত্ব করেন ইপসা দিশারি প্রকল্পের সমন্বয়কারী জয়নাল আবেদীন। কর্মশালাটির সমন্বয়ের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইসমাইল, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার, ইপসা দিশারি প্রকল্প, খালেদা আক্তার, কমিউনিটি মোবিলাইজার, ইপসা দিশারি প্রকল্প, নিলু আক্তার, আউটরিচ ওয়ার্কার ।