স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: বিদেশ থেকে ঋণ নিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাটের প্রকল্প চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যেগে আয়োজিত সমাবেশ থেকে এই অভিযোগ করা হয়।
সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান বলেন, ‘এই লুটেরা পুঁজি ব্যবস্থা ৯৯ শতাংশ মানুষের পক্ষে কাজ করে না। শতকরা এক ভাগ লুটেরা ধনিক শ্রেণির পক্ষে কাজ করে। সেই ব্যবস্থাকে আমরা বদলাতে চাই। এই ব্যবস্থা বদল করতে আমরা যারা কমিউনিস্ট ও প্রগতিশীল শক্তি আছি তাদের নিয়ে বিকল্প শক্তি গড়ে তুলতে চাই। আমরা আজ ভোট ও ভাতের দাবি নিয়ে রাস্তায় নেমেছি।’
তিনি আরও বলেন, ‘সরকার লুটপাট করে প্রবাস থেকে পাঠানো রিজার্ভ শুন্য করে দিচ্ছে। উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন বিপর্যয় ধরিয়ে দিচ্ছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। জনগণের মাথা বিক্রি করে সরকার ঋণ নিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের মাথা পিছু ঋণ এক লাখ টাকা। ভবিষ্যতে যে শিশু এই দেশে ভূমিষ্ঠ হবে সেও এই এক লাখ টাকা ঋণ নিয়ে জম্ম নেবে। এই ঋণের টাকা দিয়ে সরকার লুটপাটের প্রকল্প চালাচ্ছে। আর জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়ে সে ঋণের কিস্তি শোধ করবে।’
নির্বাচন ব্যবস্থা সরকার ধ্বংস করে ফেলেছে অভিযোগ করে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, ‘মানুষ আজ ভোটকেন্দ্রে যাচ্ছে না। কারণ ভোটকেন্দ্রে যাওয়ার আগে মানুষ নিশ্চিতভাবে জানে যে ভোটের ফলাফল কি হবে। সেটা ২০১৪ ও ২০১৮ সালেও মানুষ দেখেছে। নির্বাচন ব্যবস্থাকে সরকার ধ্বংস করে ফেলেছে।’
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী।
সারাবাংলা/আইসি/এমও