সাতক্ষীরা প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের ত্রাস মুন্না হোসেন বাবু (২০) চোর অবশেষে আটক হয়েছে। দুর্ধর্ষ বাবু চোর আটক হওয়ায় জাফরপুর গ্রামে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণের পর কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক বাবু চোর কে আটক করায় কালিগঞ্জ পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকাবাসী। থানা সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার এসআই নকিব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারালী বাজার থেকে জাফর পুর (গাজীপাড়া) গ্রামের মন্টু গাজীর ছেলে মুন্না হোসেন (বাবু) চোর কে আটক করা হয়।
উল্লেখযোগ্য যে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গাজী পাড়া গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে ঘটনার দিন অর্থাৎ ১লা নভেম্বর ,(বুধবার) রাত্র সাড়ে ১২টার সময় আব্দুর রাজ্জাকের স্ত্রী কবিতা বেগম তার বসত ঘরে তালাবদ্ধ করে বিশেষ কাজে কালিগঞ্জের নলতায় চলে যায়।
এই সুযোগে পার্শ্ববর্তী একই পাড়ার মন্টু গাজীর মাদক সেবী ছেলে পেশাদার চোর মুন্না হোসেন বাবু ওই রাতেই ঘরের চাল কেটে ভিতরে প্রবেশ করে স্টিলের শোকেজের তালা ভেঙে ভিতরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, ২টি ঘটে থাকা ২৫ হাজার টাকা এবং ২টি স্বর্ণের চেনা, ২ জোড়া স্বর্ণের দুল, ৩টি আংটি, ৫টি নাকফুল, ২ ভরি ওজনের স্বর্ণ, মূল্যবান কাগজপত্র সহ সর্বমোট আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রাত সাড়ে আটটার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত চোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আজ সকালে মুন্না চোরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।