জাকের আলী শুভ, ষ্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা অফিসার্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এছাড়াও অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, মোঃ আমিরুল আরাফাত, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।