নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় তাঁর নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহারে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
শুক্রবার বাদজুমা থানা চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ, মডেল মসজিদ, জিরো পয়েন্ট তালপুকুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন।
এসময় থানা কম্বাউন্ডে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির প্রমুখ ।
মোনাজাত শেষে ইউএনও আব্দুল্যাহ আল মামুন প্রতিবেদককে জানান, জাতীয় সংসদ-এর ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি।
গত ৫ মার্চ পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন খাদ্যমন্ত্রী। উন্নত চিকিৎসায় সেদিনই তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন তার জন সংযোগ কর্মকর্তা কামাল হোসেন।