Advertise here
রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

গান-কবিতা, নাচে বর্ষবিদায়

প্রতিবেদক
bdnewstimes
এপ্রিল ১৪, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বছরের শেষদিনে রক্তিম আভা ছড়িয়ে গোধূলি বেলায় বিদায় নিয়েছে সূর্য। জানান দিয়ে গেল বিদায়ী বছরের সবকিছু জমা হয়ে গেছে স্মৃতির পাতায়। রাত্রিপ্রহর শেষে সূর্য উদিত হবে নতুন বছরের বার্তা নিয়ে। শেষ বিকেলের আলোয় সূর্য যখন বিদায়ের বার্তা দিচ্ছিল, তখন কায়া আশ্রমের শিল্পীরা ভরতনাট্যমের নৃত্যে গম্ভীর আবহ তৈরি করেছিল সিআরবির শিরিষতলার মঞ্চে।

ঋতুর পালায় চৈত্রের শেষদিনটিকে, জীর্ণতা-মলিনতা মুছে দেওয়ার দিনটিকে শিরিষতলায় গান, কবিতা, নৃত্যসহ নানা আয়োজনে ভরিয়ে তুলেছিল বিভিন্ন সংগঠনের শিল্পীরা। নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিআরবিতে বর্ষবিদায়ের আয়োজন করে।

ঢোলবাদনের মধ্যে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক। কবি কামরুল হাসান বাদলের সঞ্চালনায় উদ্বোধনপর্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম এবং পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের এ সময় বক্তব্য রাখেন।

এরপর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। প্রথমেই কায়া আশ্রমের একদল শিল্পী ভরতনাট্যম নৃত্য নিয়ে মঞ্চে আসেন। তাদের একাধিক পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখে, ততক্ষণে সমবেত হওয়া শত, শত দর্শককে। এরপর একে একে বিভিন্ন সংগঠন যুগল নৃত্য, দলীয় নৃত্য, দলীয় সঙ্গীত, বৃন্দ আবৃত্তি নিয়ে মঞ্চে আসে।

Borsha biday 1

দেবাঞ্জলী সঙ্গীতালয়, কৃত্তিকা নৃত্যালয়, কথাসাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, একুশে মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, বিরুপাক্ষ আর্টিস্ট, ঠুমরী সঙ্গীতালয়, শহীদ মিলন সঙ্গীত বিদ্যালয়, অদিতি নৃত্যাঙ্গন, তানসেন ললিতকলা একাডেমি, নৃত্যানন্দ একাডেমি, আরোহী সঙ্গীত অঙ্গন ও মাধুরী নৃত্যকলা একাডেমি শিরিষতলার মঞ্চে বিভিন্ন পরিবেশনা নিয়ে ছিল।

নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের সংগঠক ও জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ সারাবাংলাকে বলেন, ‘ভরতনাট্যম, পাহাড়ি, আঞ্চলিক ও বাংলা গানের সঙ্গে একাধিক নৃত্য পরিবেশিত হয়েছে। দলীয় সঙ্গীত ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেছে বিভিন্ন সংগঠন। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।’

শিরিষতলায় রোববার সকাল ৭টায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন চন্দন দাশ।

Borsha biday 2

নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম এবার বর্ষবিদায়ের আয়োজন করেনি। রোববার ভোর সাড়ে ৬টা থেকে তাদের বর্ষবরণের আয়োজন শুরু হবে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ মাঠে সকাল ৮টায় পহেলা বৈশাখের আয়োজন শুরু করবে। এ ছাড়া শিল্পকলা একাডেমিতেও বর্ষবরণের আয়োজন আছে।

এ ছাড়া রোববার সকাল ৯টায় নগরীর বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে।

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/আরডি/একে





Source link

বিডিনিউজে সর্বশেষ

সূর্যের স্থান ও নক্ষত্র পরিবর্তনে টাকার সাগরে ভাসবে ৩ রাশি! বাড়বে অর্থ, সম্মান
সূর্যের স্থান ও নক্ষত্র পরিবর্তনে টাকার সাগরে ভাসবে ৩ রাশি! বাড়বে অর্থ, সম্মান
বৃহস্পতিবার থেকেই কলকাতা মেট্রোর সময়সূচিতে একগুচ্ছ পরিবর্তন! জেনে নিন বিস্তারিত
বৃহস্পতিবার থেকেই কলকাতা মেট্রোর সময়সূচিতে একগুচ্ছ পরিবর্তন! জেনে নিন বিস্তারিত
দুই ছেলের পর কন্যা সন্তান, সেই আনন্দে যা করল পরিবার শুনলে অবাক হবেন আপনিও!
দুই ছেলের পর কন্যা সন্তান, সেই আনন্দে যা করল পরিবার শুনলে অবাক হবেন আপনিও!
‘I knew they’ll check my patience’ – Abhishek Sharma on his match-winning knock in 1st T20I against England | Cricket News
‘I knew they’ll check my patience’ – Abhishek Sharma on his match-winning knock in 1st T20I against England | Cricket News

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here