google_ad_client = "ca-pub-4770550234200900";
/* footer2 */
google_ad_slot = "footer2";
google_ad_width = 300;
google_ad_height = 250;
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ ফের গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
গত (২৩ অক্টোবর) শনিবার তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে রওশন এরশাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
রওশন পুত্র সাদ এরশাদ এমপি সারাবাংলাকে বলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। এক দিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’
অপর এক সূত্র জানিয়েছে, রওশন এরশাদের অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়া পাকস্থলীতে গ্যাসের সমস্যাসহ রয়েছে নানান রোগ। তিনি অনেক আগে থেকেই একা চলাফেরা করতে পারতেন না।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম