google_ad_client = "ca-pub-4770550234200900";
/* footer2 */
google_ad_slot = "footer2";
google_ad_width = 300;
google_ad_height = 250;
ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানার নিউমার্কেট ও স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি টিপ ছোরা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, ইয়াসিন আরাফাত (২২), মো. মাসুদ (৩২), আমিনুল ইসলাম (২০), মামুনুল ইসলাম (২২), মাঈন উদ্দিন (৩৫), ইয়াছিন হোসেন রবিন (২২), মো. সাগর (২২), জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪) ও মো. ওয়াসিম (২৪)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পৃথক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।