স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির অঙ্গসংগঠন বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশ শুরু হয়েছে। সকাল থেকেই সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
রোববার (১৬ জুলাই) দুপুরে ‘দেশ বাঁচাতে শ্রমজীবী মানুষের জাগরণ’ শীর্ষক এই সমাবেশ বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নুর আহম্মেদ সড়কে শুরু হয়। সমাবেশ থেকে এক দফা দাবিও তোলা হতে পারে বলে জানান আয়োজকরা।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন সারাবাংলাকে জানান, মহাসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এদিকে বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশকে কেন্দ্র করে মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের উসকানি সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে।’
সারাবাংলা/আইসি/আইই