রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

চাকরিতে সমঅধিকার চান বিশেষভাবে সক্ষমরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৮৯ সময় দেখুন
চাকরিতে সমঅধিকার চান বিশেষভাবে সক্ষমরা


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চাকরিতে সমঅধিকারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছে বিশেষভাবে সক্ষমদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে নগরের চেরাগি পাহাড় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই সাত দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশ থেকে আগামী বাজেটে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। এছাড়া শতভাগ বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী ও ব্যক্তির সরকারি ভাতা নিশ্চিতের দাবি করা হয়েছে।

চাকরিতে সমঅধিকার চান বিশেষভাবে সক্ষমরা

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে বলা হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১০ শতাংশ নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। বাজেটে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ বিশেষভাবে সক্ষমদের জন্য সংবেদশীল হতে হবে।

এসব দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বধির উন্নয়ন সংঘ, কৃষ্টি, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন, রাইট অ্যাকশন ফর ডিজেবিলিটি (র‌্যাড), চন্দনাইশ প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, অ্যালায়েন্স অফ আরবান ডিপিও (এইউডিসি), কোস্টাল বিপিও অ্যালায়েন্স-আনোয়ারা, পতেঙ্গা প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, ডিডিআরসি, সেন্টার ডিজেবল কনসার্ন (সিডিসি), উৎস, ব্রাইট, চিটাগং অটিস্টিক সোসাইটি, যুগান্তর, নওজোয়ান, স্বপ্নীল ফাউন্ডেশন, রামপুরা প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন সংগঠন, দৃষ্টি ও মনিষাসহ বিভিন্ন সংগঠনের কয়েকশ সদস্য সমাবেশে অংশ নেন।

সারাবাংলা/আরডি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর