চান্দগাঁও থানার এএসআই(নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১৯/১২/২০২৩ তারিখ সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন রিয়াজ উদ্দিন উকিল সড়কস্থ এমদাদ বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আসামী ১। জোনায়েত শিবলী (৪২), ২। মোঃ জসীম উদ্দিন (৩৮), ৩। নুর জাহান বেগম (২৮), ৪। মোছাঃ মনি (৩২) দেরকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারা মোতাবেক চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন রুজু হয়েছে।