সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগে সোবাহান মিয়া (৩৫) নামে এক রিকশাচালক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ( ৫ এপ্রিল ) সকালে পৌর শহরের উত্তর বাজার (কামারপট্টি) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক পৌর শহরের উত্তর বাজার (কামারপট্টি) এলাকার আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি রিকশা চালক বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, দীর্ঘ দিন যাবৎ সোবাহান মিয়া স্কুলে আসা-যাওয়ার পথে ভুক্তভোগী ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে ওই স্কুল ছাত্রী তার বান্ধবীর সঙ্গে কামারপট্টি এলাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিক্ষকের বাড়ির গেটের সামনে ওই ছাত্রীর পথরুদ্ধ করে শারীরিক ভাবে উত্যক্ত করে। একপর্যায়ে তার জামাকাপড় ছিড়ে ফেলে।
পরে তার বান্ধবী দৌড়ে গিয়ে ওই শিক্ষককে ঘটনা খুলে বলেন। এ সময় শিক্ষক ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বকশীগঞ্জ থানা বাদী হয়ে সোবাহান মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। এর আগেও গ্রেফতার ব্যাক্তি নারীদের সাথে এমন আচরণ করতো বলে আমাদের কাছে অভিযোগ এসেছে৷