স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে তলিয়ে যাওয়া ১৮ বছর বয়সী এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সুপ্তধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
মৃত তাহমিদ হোসেন রাউজানের গহিরা ইউনিয়নের এরশাদ হোসেনের ছেলে। তাহমিদ পরিবারের সঙ্গে নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় থাকতেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আলম দুলাল সারাবাংলাকে জানান, তাহমিদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বুধবার সকালে দুই বন্ধুর সঙ্গে তিনি ঝরনায় ঘুরতে আসেন। ঝরনার লেকে তারা তিন বন্ধু গোসল করতে নেমেছিলেন। দু’জন উঠতে পারলেও তাহমিদ পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
সারাবাংলা/আইসি/এমও