মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় নিহত দুই, আহত ৬

প্রতিবেদক
bdnewstimes
জুলাই ১১, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কালিহাতির নগরবাড়ি এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

এএসআই আতিকুর রহমান জানান, এলেঙ্গা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি কালিহাতির নগরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজির ৮ যাত্রী আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - বিনোদন