মোঃ মশিউররহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ‘সহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগন উপস্থিত ছিলেন। আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহাল ও প্রয়োগে এ স্মারকলিপি প্রদান করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” কেন্দ্রীয় কমিটির জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ওই কনভেনশনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে ৬৪ জেলায় জেলা প্রশাসক ও বিভিন্ন উপজেলার ইউএনও এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।