মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

টাঙ্গাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকার’সহ ভূয়া ২ র‌্যাব সদস্য গ্রেফতার 

প্রতিবেদক
bdnewstimes
আগস্ট ২৯, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

মোঃ মশিউর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকার’সহ ভূয়া ২ র‌্যাব সদস্যকে গ্রেফতার  করেছে জেলা পুলিশ। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সফর উদ্দিন ইসলাম ওরফে মুন্না (২২) ও কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ ওরফে সবুজ (৩৩)। এদের মধ্যে মুন্নাকে ময়মনসিংহ এবং সবুজকে সাতক্ষীরা জেলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, গত ২২ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভল্যা নামকস্থানে ৪ জন অজ্ঞাতনামা লোক বিনিময় বাসের গতিরোধ করে র‌্যাবের কটি পরিহিত ৩জন ছিনতাইকারী বাসের ভিতর উঠে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে মোঃ হেলাল মোল্লা (৪৫) কে প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেধে হাতে হ্যান্ডকাফ পড়ায়। এসময় ভিকটিমের কাছে থানা নগদ ১৯ লাখ ১৯ হাজার ২০০ শত টাকা’সহ মুঠোফোন ছিনতাই করে। পরবর্তীতে ভিকটিমকে জামুর্কী ফ্লাইওভার সেতুর পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মোঃ হেলাল মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্ঠা চালানো হচ্ছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করতে পারবো। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, একটি কালো ক্যাপ, একটি চশমা, ছিনতাইকৃত নগদ ১ লাখ টাকা, ছিনতাইয়ের টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন