মোঃ মশিউর রগমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৩ শনিবার (১৩ মে) বিকাল ৫ টায় টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারে বিশ্ব কবিতা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
এ সময় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক।
বিশ্ব কবিতা পরিষদের জেনারেল সেক্রেটারী কবি সমরেশ দেবনাথ এর সভাপতিত্বে এ সময় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মাহমুদ কামাল, উদীচী টাঙ্গাইল এর সভাপতি দেবাশিষ দেব, বিশিষ্ট সংগীতশিল্পী এলেন মল্লিক, ছড়াকার সোহেল সৌকর্য, বৃত্তিকার আজাদ, লুৎফা আনোয়ার, ফিরোজ আদনাদ ও মোহাম্মদ আনিসুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালক হিসেবে ছিলেন, শফি কামাল বাদল।
এ সময় তারা তাদের দাবী সমূহ উল্লেখ করেন, টাঙ্গাইলের সাংস্কৃতিক রাজধানী দ্রুত কার্যকর করতে হবে, যাদু সম্রাট পিসি সরকারের বাড়ী সংরক্ষন করতে হবে, কবি রফিক আজাদের জন্মস্থান গুন গ্রাম ঘাটাইল এ স্মৃতিফলক স্থাপন করতে হবে ও উত্তর টাঙ্গাইলের ডুবাইল গ্রামে সাংস্কৃতিক ভবন নির্মানে সহযোগিতা দিতে হবে।