টিকটিকি দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেন তো? ভয়ঙ্কর রুষ্ট হচ্ছেন দেবী লক্ষ্মী, পথের ভিখারি হবেন, জানুন জ্যোতিষীর মত Lizard Vastu are You sending Lizards out of your house they that means sending Goddess Lakshmi out according to Astrologer know what to do
*টিকটিকি এমন এক সরীসৃপ, যা প্রায়শই ঘরে দেখা যায়। বাড়িতে দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়, পোকামাকড় খায়। টিকটিকি নেই, এমন বাড়ি বিরল। প্রতিটি বাড়ি, দোকানে টিকটিকির দাপটে মানুষ অতিষ্ট। অনেকেই টিকটিকির সংখ্যা বেড়ে গেলে তাদের তাড়াতে রাসায়নিক ব্যবহার করে।