Advertise here
বুধবার , ২৬ মে ২০২১ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে সরকার: ফখরুল

প্রতিবেদক
bdnewstimes
মে ২৬, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। ‍বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের ফতেনগর দক্ষিণ সুনীতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সূমঙ্গল থের মহামতি বুদ্ধের বাণী পড়ে শোনান এবং প্রার্থনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার এ দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। দুর্ভাগ্যজনকভাবে পার্শ্ববর্তী দেশে যে সম্প্রদায়িকতার উত্থান হয়েছে, সেটিকে তারা বাংলাদেশে ঢুকিয়েছে। সে কারণেই বাংলাদেশে একটা অস্থির অবস্থা বিরাজ করছে, যেটা আমরা ২৬, ২৭ ও ২৮ মার্চ দেখতে পেরেছি। সেটিকে কেন্দ্র করে গ্রেফতার, গুম, নির্যাতনসহ দেশে আজকে যা কিছু হচ্ছে, তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, ‘গণতন্ত্র আজ বিলীন হচ্ছে ধর্মান্ধতার মধ্যে, পরাজিত হচ্ছে কর্তৃত্ববাদের কাছে, পরাজিত হচ্ছে ফ্যাসিবাদের কাছে। ক্ষমতায় যারা থাকছে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য মানুষকে হত্যা করছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, নির্যাতন করছে। এটা প্রায় সমগ্র পৃথিবী জুড়েই চলছে। আমরা মনে করি যে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করেছিল একটি অসাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক, একটি সাম্যের রাষ্ট্র তৈরি করবার জন্য। সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। এক শ্রেণির মানুষ নিজেদের প্রভাবকে বিস্তার করতে সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একটা দানবীয় রাষ্ট্র তৈরি করেছে। এদেশে কোনো শান্তি নেই, এখানে হিংসা, প্রতিহিংসা কাজ করছে। এখানে কোনো কল্যাণ নেই, এখানে ‍শুধু সাধারণ মানুষের পকেট লুট করে তাদের বিত্ত তৈরি করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে অন্ধকার জগৎ তৈরি করেছে, সেই অন্ধকার জগৎ সরিয়ে দিয়ে, পরাজিত করে আমরা সত্যিকার অর্থে একটি গণতন্ত্রের, সত্যিকার অর্থে একটি সাম্যের আলোকিত জগৎ, আলোকিত রাষ্ট্র তৈরি করব। আসুন আজকের এই দিনে আমরা এটাই শপথ গ্রহণ করি- বর্ণ নয়, কোনো ধর্ম নয়, সকলে ঐক্যবদ্ধ হই। সকল ধর্ম-বর্ণ রাজনৈতিক দল, সাংগঠনিক শক্তি, সকল ব্যক্তি আমরা শুধুমাত্র আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে এই দানবকে পরাজিত করি।’

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বৌদ্ধ সম্প্রদায়কে এই পবিত্র দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া।

গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আজকে মানুষের ঘরে ঘরে হাহাকার। গুম-খুন, হত্যাকাণ্ড থেকে শুরু করে মিথ্যা মামলায় মানুষকে যেভাবে জর্জরিত করেছে এবং যারা ভিন্নমতের সাংবাদিক রয়েছেন তাদের থেকে শুরু করে বিশেষ করে বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের নির্যাতন-নিপীড়ন করে চলেছে।”

বাংলাদেশে উৎসবের কোনো আমেজ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এই জালেম সরকারের থেকে দেশকে যদি আমরা মুক্ত করতে না পারি আমাদের যৌক্তিক স্বাধীনতা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতা— কিছুই অবশিষ্ট রাখবে না। যেভাবে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সম্প্রদায়ের ওপর প্রতিদিন প্রতি মুহুর্তে নির্যাতন ঘটে চলছে, রামু থেকে শুরু করে আজ অব্দি কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত হয় নাই, কোনো আসামিকে বিচারের আওতায় আনা হয় নাই, একটি মামলারও নিষ্পত্তি হয় নাই। কারণ বাংলাদেশে যে অপশাসন চলছে, এক ব্যক্তির চোখের ইশারা ছাড়া কোনো ঘটনার বিচার আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি।’

বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, মনিষ দেওয়ান, সুশীল বড়ুয়া, সনত তালুকদার, অধ্যাপক জয়ন্ত বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

বিডিনিউজে সর্বশেষ

Chaitra Navratri & Ram Navami 2025 Date Time Rituals: এ বার চৈত্র নবরাত্রি ৮ দিন ধরে চলবে, তাহলে রামনবমী কবে পালিত হবে? জানুন সঠিক দিনক্ষণ ও শুভ সময়chaitra-navratri-2025-with-ramnabami-date-time-shubh-tithi-rituals
Chaitra Navratri & Ram Navami 2025 Date Time Rituals: এ বার চৈত্র নবরাত্রি ৮ দিন ধরে চলবে, তাহলে রামনবমী কবে পালিত হবে? জানুন সঠিক দিনক্ষণ ও শুভ সময়chaitra-navratri-2025-with-ramnabami-date-time-shubh-tithi-rituals
South 24 Parganas Crime News: জোর করে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী অটোচালকhouswife allegedly tortured by auto driver at gunpoint from neighbourhood in south 24 parganas
South 24 Parganas Crime News: জোর করে ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী অটোচালকhouswife allegedly tortured by auto driver at gunpoint from neighbourhood in south 24 parganas
Salim Khan Honoured With Reel Legend Award At Showsha Reel Awards 2025 | WATCH
Salim Khan Honoured With Reel Legend Award At Showsha Reel Awards 2025 | WATCH
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ২১ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ২১ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here