google_ad_client = "ca-pub-4770550234200900";
/* footer2 */
google_ad_slot = "footer2";
google_ad_width = 300;
google_ad_height = 250;
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি ::
নওগাঁয় ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক রোটারিয়ান চন্দন কুমার দেব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নৃত্য পরিবেশন ও শপথ বাক্য পাঠ করানো হয়।