বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেছেন, আসন্ন চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষমানব সম্পদের বিকল্প নেই। তাই বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিজ্ঞানের মৌলিক বিষয়াবলীকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।
সোমবার (১৩ মার্চ) সরকারি আশেক মাহমুদ কলেজের আয়োজনে সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু স্মারক সেমিনার ‘ বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক’ বিষয়ক এ সেমিনারের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সৃষ্টি করাই হলো শিক্ষা।যে শিক্ষা বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে টিকে থাকার জন্য সহায়তা করবে, তা-ই টেকসই শিক্ষা।টেকসই উন্নয়ন ও একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিজ্ঞান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রকৃতির সব শাখাতে বিজ্ঞানের উপস্থিতি দৃশ্যমান। সর্বস্তরের পাঠ্যপুস্তকে বিজ্ঞান শিক্ষাকে দৃশ্যমান করতে হবে। এছাড়া বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একজন শিক্ষার্থী কলা, সামাজিক বিজ্ঞানসহ যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন বিজ্ঞান ও প্রযুক্তিতে তাকে পারদর্শিতা অর্জন করতে হবে।
বিজ্ঞানমনস্ক, সৎ, সাহসী, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দেশবরেণ্য এ শিক্ষাবিদ।
সব ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া পদার্থবিজ্ঞানী ড. কামরুল আলম খান বলেন, সর্বক্ষেত্রে বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার হলে ঘুষ ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে। সমাজের সর্বত্র সুশাসন ও শুদ্ধাচার বিরাজ করবে। এই স্মার্ট মানুষেরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবে।
এর আগে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান ‘ হাউ টু গ্রো গুড অ্যান্ড গ্রেট’ শীর্ষক বক্তৃতা করেন।
অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্যকার ও নাট্য নির্দেশক প্রফেসর মলয় ভৌমিক ভার্চুয়ালি ‘উচ্চশিক্ষায় মাতৃভাষা ও আমাদের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব ও শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদ সাবেক সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান মনোয়ার হোসেন মুরাদ সহ কলেজের প্রত্যেক বিভাগের প্রধান,ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল ৯টায় শুরু হয়ে সেমিনারটি দুপুর দেড়টায় শেষ হয়।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান অতিথিসহ অতিথিদের বিএনসিসির একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।