গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা জম্মবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ মার্চ) উপজেলা হলরুমে নাগরপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম সারোয়ার ছানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দরা।