চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হোসেন পানিতে ডুবে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে সিলেট ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্রে গোসল করতে নামলে তার মৃত্যু হয়। বিভাগীয় সভাপতি ড. ফারজানা নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারজানা নাসরিন বলেন, জুনায়েদ তিন বন্ধুসহ পানিতে গোসল করতে নেমেছিলেন। বাকিরা উঠতে পারলেও জুনায়েদ উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
The post পানিতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.