শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পুলিশ ভ্যানে আটক নেতাকর্মী দেখেই উত্তেজনা, তিন বাস ভাঙচুর

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৮, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ


bnp1 20231028124631

ডেস্ক রিপোর্ট::  পুলিশ ভ্যানে বিএনপি নেতাকর্মীদের আটক করে নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়কে অবস্থানরত দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আলিফ পরিবহন, বৈশাখী পরিবহন এবং গাজীপুর পরিবহনের তিনটি বাস ভাঙচুর করেন।

শনিবার বেলা ১১টার দিকে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

বাস ভাঙচুরের কারণ জানতে চাইলে বিএনপি নেতাকর্মীরা বলেন, আমরা মিরপুর থেকে অনেক কষ্ট করে এখানে এসেছি। এই বাসগুলোতে আমরা আসতে চাইলেও আমাদের আনা হয়নি। আমরা হেঁটে এসেছি, কিছু পথ সিএনজি করে এসেছি। আমাদের যদি বাসে উঠতে না দেওয়া হয়, তাহলে এই বাস কেন সড়কে চলবে?

পাবনা থেকে আসা রাজিব মিয়া নামের এক বিএনপিকর্মী বলেন, পাবনা থেকে ঢাকায় আসার পথে আমাদের ৩০ জন কর্মী আটক হয়েছেন। আমরা যেন সমাবেশে আসতে না পারি সেজন্য পথে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আমরা বাসে আসতে পারিনি, পায়ে হেঁটে অনেক পথ এসেছি। এভাবে কোনো দেশ চলতে পারে না।

মতিউর রহমান নামের আরেক বিএনপিকর্মী বলেন, আমি এখানে আসতে গিয়ে ৫ জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। আমি কোন দেশে বসবাস করি যেখানে আমার মোবাইল নিয়ে কল লিস্ট চেক করে, আমার হোয়াটসঅ্যাপ চেক করে। তাহলে আমার প্রাইভেসিটা কোথায়?

তিনি বলেন, বাস ভাঙচুর আওয়ামী লীগের কর্মীরা এসে করেছে। বিএনপির ওপর দায় চাপানোর জন্যই তারা এসব করেছে।

Print Friendly, PDF & Email



Source link

সর্বশেষ - খেলাধুলা