শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

প্রধানমন্ত্রীর আগমনে চাতরী ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২১, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চাতরী চৌমুহনী এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, ছগীর আজাদ, আইন বিষয়ক সম্পাদক নুরুল হক, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মাঈনুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লগুপতি সেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক ছৈয়দুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শওকত ওসমান, আবদুল্লাহ আল হারুন, মোহাম্মদ রফিক, সাইফুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সুলতান মানিক, গিয়াস উদ্দিন টিটু, জয়নাল আবেদীন, মো. খোরশেদ প্রমুখ।

আগামী ২৮ অক্টোবর শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইদিন যাতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফুতভাবে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এদিকে জনসভাকে সফল করতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের মাঝে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। আনোয়ারা-কর্ণফুলী উপজেলার আশপাশের এলাকায় সাজসাজ রব বিরাজ করছে। জেলা, উপজেলা ও ইউনিয়নে দলের নেতাকর্মীদের নিয়ে চলছে বর্ধিত সভা।

সর্বশেষ - বিনোদন