আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে কর্মী সভা ও আনন্দ মিছিল করেছে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বটতলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সদস্য আহমেদ ছোবহান, মাহতাবউদ্দিন চৌধুরী মাসুম, গিয়াস উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, নিজাম উদ্দিন চৌধুরী মাসুদ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ অক্টোবর শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইদিন যাতে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা সতস্ফুতভাবে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।