বাঁধন এর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন।শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছে তারা।
রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ বিষয়ে বাঁধনের রজতজয়ন্তী উদযাপন আহবায়ক কমিটির আহবায়ক সালাউদ্দিন রুপম একাত্তর পোস্ট নিউজকে বলেন, বেলা ১২টা পর্যন্ত ৮২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাঁধন। আমাদের লক্ষ্য হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে আন্দোলনে পরিণত করা।
শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সরকারি কলেজে ঘুরে দেখা যায়, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি আগত ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে বাঁধন কর্মীরা।এবং নতুন সদস্য হতে ইচ্ছুকদের সদস্য বানানো হচ্ছে এবং একই সাথে যারা সেচ্ছায় রক্ত দিতে চায় তাদের নাম মোবাইল নম্বার রেখে দিচ্ছে বাঁধন কর্মীরা, একইসঙ্গে রক্ত দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও সবাইকে সচেতন করছেন তারা।
এ কর্মসূচি উদ্বোধন করেন, মোঃ হারুন অর রাশিদ, অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সরকারি কলেজ, শরীয়তপুর এবং সেই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ওয়ালিউর রহমান, ডা. আবু রুশো তোয়াব হোসেন, এবং অন্যান্য শিক্ষকবৃন্দ
এ সময়ে এ কর্মসূচি বাস্তবায়নে যারা কাজ করেছেন, মাহবুব আলম, আরিফ সিদ্দিক, রিয়াদ সিকদার সহ আরো অনেকে।