স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে হামলায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারির মধ্যে চাচাতো ভাইদের বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি হামলার শিকার হয়েছিলেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত দুলা মিয়া (৬০) বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের মধ্যম চাঁপাছড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ৮ সেপ্টেম্বর মধ্যম চাঁপাছড়ি গ্রামের বাসিন্দা আবু নাঈম চৌধুরী ও হেলাল উদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। এতে নাঈম চৌধুরীর দুই ছেলে সেলিমুল ইসলাম চৌধুরী (৪৩) ও শরীফ চৌধুরী (২৮) গুরুতর আহত হন।
খবর পেয়ে চাচাতো ভাইদের বাঁচাতে এসে হামলার শিকার হন দুলা মিয়া ও তার ভাই নওয়া মিয়া। গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকালে দুলা মিয়া মারা যান।
এ ঘটনায় নিহত দুলা মিয়ার চাচা আবু নাঈম চৌধুরী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন- হেলাল উদ্দিন, আজম উদ্দিন, বাবু মিয়া, মো. জোবায়ের, মো. কায়সার, নুরুন্নবী, নেজাম উদ্দিন, আব্দুল মজিদ, নুরুল আমিন, আব্দুল করিম ও মো. জিহান।
বাঁশখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘এক সপ্তাহ আগে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। উভয়পক্ষের লোকজন আহত হয়েছিলেন। আজ (শনিবার) এক পক্ষের একজন মারা গেছেন।’
সারাবাংলা/আরডি/ইআ