Advertise here
বুধবার , ২৬ মে ২০২১ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

বাইক-প্রেমীদের জন্য সুখবর, চলতি মাসে বাজারে আসছে ৬টি নতুন বাইক

প্রতিবেদক
bdnewstimes
মে ২৬, ২০২১ ৫:০০ পূর্বাহ্ণ


#নয়াদিল্লি: লকডাউনের জেরে গত বছর একাধিক ক্ষেত্রে ক্ষতি হয়েছে। তার মধ্যে অন্যতম অটোমোবাইল সেক্টর। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করলেও তেমন কোনও আশাপ্রদ লভ্যাংশ পায়নি কোনও সংস্থা। ফলে একাধিক অফার দিয়ে ২০২০-র মডেল বিক্রি করতে হয়েছে তাদের। কিন্তু গত বছর শেষ থেকে এই বছর শুরু পর্যন্ত এই অফার বা ছাড়ের ফলে বিক্রিবাটায় গতি আসায় এবার একাধিক গাড়ি বা বাইক প্রস্তুতকারক সংস্থা নতুন মডেলের লঞ্চের দিকে ঝুঁকছে।

যার ফলে এই বছরে একাধিক গাড়ির নতুন মডেল বা একাধিক নতুন গাড়ি, বাইক, স্কুটার পেতে চলেছেন গাড়িপ্রেমীরা। যার মধ্যেই চলতি মাসেই লঞ্চ হচ্ছে বেশ কয়েকটি।

বেশ কিছু সূত্র বলছে, চার চাকার ক্ষেত্রে ৬টি নতুন মডেল এই মাসে বাজারে আসতে চলেছে। কোন সংস্থার কোন মডেল, তা এখনও জানা যায়নি। তবে বাইক বা স্কুটারের ক্ষেত্রে আসছে এইগুলি-

১) আপডেটেড TVS APACHE RR 310

চেন্নাইয়ের সংস্থা Apache জানিয়েছে এবং নিশ্চিত করেছে চলতি মাসেই তারা Apache RR 310-র আপডেটেড ভার্সন আনতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ তারিখ অর্থাৎ বুধবার এই বাইকের দাম ঘোষণা করতে চলেছে সংস্থা। তাদের তরফে বাইকটির নতুন ডিজাইন সামনে না আনা হলেও একটি আবছা স্কেচ দেওয়া হয়েছে। যার থেকে বাইকটির আদল খানিকটা বোঝা যাচ্ছে। ডিজাইন বা লুকে অত্যাধুনিকতার ছাপ থাকার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আপগ্রেডেশন দেখা যাবে। সূত্র বলছে, এই নতুন Apache-টি 312.2cc-তে আসছে। থাকতে পারে সিঙ্গল সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন। সঙ্গে 33.5bhp ও 27.3Nm-এর টর্ক।

২) TRIUMPH TRIDENT 660

Triumph Trident 660 বাজারে লঞ্চ হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল। বাজার মূল্য হতে পারে ৭ লক্ষ টাকার কাছাকাছি। গাড়ি বিশেষজ্ঞদের দাবি, Triumph-এর এটিই সব চেয়ে কম মূল্যের বাইক। 660cc-র এই বাইকে 80bhp ও 64Nm টর্ক ক্ষমতাসম্পন্ন তিনটি সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন রয়েছে। সঙ্গে ৬৭টি নতুন কম্পোনেন্ট। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এই বাইকের সঙ্গে অ্য়াকসেসরিজও পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।

৩) NEW SUZUKI HAYABUSA

অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন বাইক-প্রেমীরা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে আসছে নতুন Suzuki Hayabusa। যাকে এযাবৎ সব চেয়ে দ্রুতগামী হায়াবুসা বলা হচ্ছে। এই মডেলটি 1340cc-র। যাতে চারটি সিলিন্ডার থাকছে। 190bhp ও 150Nm টর্ক ও ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে এটির ইঞ্জিন তৈরি হয়েছে। রয়েছে কুইক শিফ্টার ও অটোব্লিপার। এছাড়াও একাধিক ফিচার রয়েছে এই বাইকে যা আপনাকে আকর্ষণ করতে পারে।

৪) NEW KTM RC 390

এই বাইকের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না। বাইক-প্রেমীদের অত্যন্ত পছন্দের এই গাড়িটি চলতি মাসেই বাজারে আসতে চলেছে। ঠিক কবে লঞ্চ হবে সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে, সামনে এসেছে এসেছে লুক। যাতে দেখা যাচ্ছে, চকচকে কালো রঙের বেস দেওয়া হয়েছে। রয়েছে কমলা ও ছাই রঙের ডিজাইন। রয়েছে সিঙ্গল পিস LED প্রোজেক্টর হেডল্যাম্প ও LED DRL ও সাইড টার্ন ইন্ডিকেটর। 373cc-র এই বাইকে ইঞ্জিন সিলিন্ডার ইঞ্জিন থাকছে।

৫) DUCATI DIAVEL, XDIAVEL

ইতালির বাইক প্রস্তুতকারক সংস্থা Ducati তাদের XDiavel range ২০২১-এর মডেল নিয়ে আসছে বলে জানিয়েছে। গত বছর নভেম্বরেই এই ব্যাপারে জানিয়েছিল সংস্থা। এই বাইকটিতে 1262cc ইঞ্জিন থাকছে সঙ্গে DVT বা ডোমেস্টিক ভ্যারিয়েবল টাইমিংয়ের ব্যবস্থা রয়েছে। 158bhp ও 127Nm-এর টর্কের সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ার বক্স ও স্লিপ অ্যাসিস্ট ক্লাচ। রয়েছে রাইড-বাই-ওয়্যার সিস্টেমও।

৬) APRILIA SXR 125

Piaggio India-র তরফে এই মাসেই বাজারে আনা হচ্ছে SXR 125 scooter। যার বুকিং খুব সম্প্রতি শুরু করেছে সংস্থা। তারা অগ্রিম পাঁচ হাজার টাকা নিয়ে এই স্কুটারের বুকিং চালু করেছে। Aprilia SXR 160-র যে ধরনের স্টাইল বা লুক ছিল, সেই ধরনের স্টাইল-ই এই স্কুটারটিতেও রয়েছে। মোট চারটি রঙে এই স্কুটার পাওয়া যাচ্ছে। BS6 রেডি 125cc সিলিন্ডার ইঞ্জিন থাকছে এতে।

Written By: Gargi Das



Source link

বিডিনিউজে সর্বশেষ

Karan Johar BREAKS Silence Over Harsh Criticism On Khushi Kapoor, Ibrahim Ali Khan: ‘Attacking Someone…’
Karan Johar BREAKS Silence Over Harsh Criticism On Khushi Kapoor, Ibrahim Ali Khan: ‘Attacking Someone…’
Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?
Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ১৯ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ১৯ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
Aadhaar Voter Card Linking: ভুয়ো ভোটার আটকাতে বড় পদক্ষেপ, এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ! কী জানাল কমিশন?
এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ, বড় ঘোষণা নির্বাচন কমিশনের! দেখুন ভিডিও

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here