স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: উৎপাদনে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হলেও বিদ্যুতের অপচয় না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর পূর্ব বাকলিয়ায় হাজী চাঁনগাজী জামে মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে উপমন্ত্রী এ আহ্বান জানান। এ সময় উপমন্ত্রী ব্যক্তিগতভাবে দুই লাখ টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। এখন বিদ্যুৎ সঠিকভাবে ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। বাসা-বাড়িতে সবখানে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। অযথা ফ্যান-লাইট জ্বালিয়ে রেখে বিদ্যুৎ যেন নষ্ট না করা হয়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।’
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সাংসদ নওফেল আরও বলেন, ‘এই বাকলিয়া একটি সবক্ষেত্রে পিছিয়ে ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সহায়তায় বাকলিয়াকে এখন উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট-সবক্ষেত্রে বাকলিয়া এগিয়ে যাচ্ছে।’
এ সময় পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও উন্নয়ন পরিষদের সাধারণ মো. মহসিন, স্থানীয়দের মধ্যে এমদাদ উল্লাহ, হাজী আব্দুল মাবুদ, মো. সোলাইমান, গিয়াস উদ্দিন, শাহেদ পারভেজ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/একেএম