Advertise here
শনিবার , ২০ মে ২০২৩ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ব্যাটারি ভাল থাকবে বছরের পর বছর! এভাবে চার্জ দিন আপনার স্মার্টফোন

প্রতিবেদক
bdnewstimes
মে ২০, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ


কলাকাতা: মোবাইল ফোন ছাড়া থাকা যায় না এক মুহূর্ত। আর তাই এটিকে সব সময় ফোন চালু রাখার জন্য নিয়মিত ব্যাটারি চার্জ করাও প্রয়োজন হয়। কিন্তু, চার্জিংয়ের সময় করা কিছু ভুল কখনও কখনও মারাত্মক আকার ধারণ করতে পারে। এমনকী ফোনে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে—

শুধুমাত্র ব্র্যান্ডেড চার্জার ব্যবহার—

যখনই ফোন চার্জ করা প্রয়োজন হবে, তখন শুধুমাত্র নিজের ফোনের নির্মাতা সংস্থার তরফে যে চার্জার রয়েছে, তা দিয়েই চার্জ করতে হবে। যদি নতুন চার্জার কেনার প্রয়োজন হয়, তবে কোনও সুপরিচিত সংস্থার তৈরি চার্জার ব্যবহার করতে হবে। অর্থ সাশ্রয়ের জন্য কখনই খারাপ মানের চার্জার কেনা ঠিক হবে না।

আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের সেরা ক্যামেরা, দেশের বাজারে আসতে চলেছে Realme-র চমক দেওয়া ফোন!

ভাঙা কানেক্টরে চার্জিং নয়—

এমন চার্জার দিয়েও ফোন চার্জ করা উচিত নয় যার পিন বা কানেক্টর ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। কারণ, নষ্ট চার্জার থেকে বিদ্যুৎ লিকেজ হতে পারে। এমন হলে আগুন লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

চার্জিং-এর সময় ফোন ঢেকে রাখা যাবে না—

এটা আমরা প্রায় সকলেই দেখেছি, চার্জ করার সময় স্মার্টফোন একটু গরম হয়ে যায়। এই অবস্থায় যদি আমরা কোনও কিছু দিয়ে ফোন ঢেকে রাখি, তাহলে তা আরও গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এথেকে আগুনও লেগে যেতে পারে।

অনেকেই ঘুমের সময় নিজের বালিশের নিচে ফোন রেখে দেন। এটা মারাত্মক ভুল।

সারারাত চার্জিং নয়—

সাধারণত স্মার্টফোনগুলিতে থাকে লিথিয়াম ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। কিন্তু, অতিরিক্ত চার্জিং ব্যাটারির স্বাস্থ্যকে প্রভাবিত করে। রাতভর পাওয়ার আউটলেটে গরম চার্জার রেখে দিলেও বিপদ হতে পারে।

আরও পড়ুন- ১০ হাজারের কমেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ দুর্দান্ত স্মার্টফোন

ঘন ঘন চার্জিং নয়—

ব্যাটারি ২০ শতাংশে নেমে না যাওয়া পর্যন্ত তা ব্যবহার করা যায়। অহেতুক চার্জিংয়ের জন্য প্লাগ ইন করা ঠিক নয়। বারবার ফোন চার্জ করলে ব্যাটারি লাইফ নষ্ট হয়ে যায়। তবে আবার ব্যাটারি সম্পূর্ণ নিঃশেষিত হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই।

Published by:Suman Majumder

First published:

Tags: 4G Smartphone, Mobile Charging



Source link

সর্বশেষ - বিনোদন

Advertise here