মোঃ আল-আমিন,শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটের সামন্তসার ইউনিয়নে আবদুল আলী দীর্ঘদিন যাবত ফসলী জমি নষ্ট করে ড্রেজার মেশিন চালিয়ে আসছিলেন।
বুধবার(৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সুজন দাশ গুপ্ত’র নির্দেশে সামন্তসার ইউনিয়নের তহসিলদার সঞ্জয় কুমার দে ইউনিয়নের ২ ওয়ার্ডে অবৈধ ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়ে প্রায় ৩০০ ফুট পাইপ নষ্ট করে দিয়েছেন।
অবৈধ ড্রেজার মেশিনের মালিক আব্দুল আলির কোনো বক্তব্য পাওয়া যায় নি এবিষয়ে।
তহসিলদার সঞ্জয় কুমার দে বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে আব্দুল আলির অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ গুড়িয়ে দিয়েছি। সরকারি আইন বিরোধী এধরণের কাজ কেউ করলে খবর পাওয়া মাত্র উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এধরণের কাজ অভ্যাহত থাকবে।