স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ১২ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২২ জুলাই) সকাল সাতটা ২০ মিনিটের দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মো. মিজান উদ্দীন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের শুল্ক কর্মকর্তা তৈয়বুর রহমান সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ওয়াশরুমের দিকে যেতে চাইলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে স্বর্ণের কথা স্বীকার করেন তিনি।
তিনি আরও জানান, ওই যাত্রীর নিকট থেকে কাস্টমস গোয়েন্দা ১২টি স্বর্ণেরবার উদ্ধার করে। যার ওজন মোট ১৩৯৮ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
সারাবাংলা/আরডি/এএম