স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: সন্দ্বীপে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার কবলে ডুবে যাওয়া স্পিডবোটের নিখোঁজ তিন শিশুর মধ্যে আরও এক জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উরকিরচর এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটিরঞ্জন বড়ুয়া।
মনির হোসেন সৈকত নামের মৃত শিশুটির বয়স ১০ বছর। বাড়ি সন্দ্বীপে।
এর আগে, শুক্রবার সকালে একই এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাবার পথে গত বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে অন্তঃত ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে যায়। এ সময় সন্দ্বীপের বাসিন্দা প্রবাসী আলাউদ্দিনের মেয়ে নুসরাত জাহান আনিকাকে (১৪) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকি যাত্রীদের মধ্যে আলাউদ্দিনের আরও দুই যমজ মেয়েসহ তিন শিশু নিখোঁজ ছিল। বাকিরা জীবিত উদ্ধার হন।
শুক্রবার সকালে নিহত আনিকার বোন আদিফার লাশ উদ্ধার হয়েছে। আরেক বোন আলিভা এখনো নিখোঁজ আছে।
সারাবাংলা/আরডি/একেএম