জাকিয়া জিহান নিপু
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চলমান কর্মসূচীর অংশ হিসেবে ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার সকালে নগরীর হোসাইনিয়া ওয়াজিয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা, দারুল হেরা মাদ্রাসা, মিয়াখান নগর, বাকলিয়া, ফোরকানিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা, হোপ স্কুল, খুলশি কলোনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুইয়া রাসেল, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ফরহাদুল হাসান মোস্তফা, এস.এম আনোয়ার হোসেন, আসিবুর রহমান, মোঃ সোলাইমান, বজেন্দ্র নাথ ঘোষ, মহানগরের যুগ্ম সম্পাদক মুসা খান ও ইয়াং স্টার চ্যারিটি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।