যদি জীবনে পেতে চান তাহলে আপনি একেবারে চুপচাপ থাকুন কারণ এটাই একমাত্র পন্থা সুখে থাকার জন্য ।
চুপচাপ থাকার মধ্যে অনেক উপকার আছে যেমন
১.কেউ আপনাকে গালি দিল কিন্তু এপ্রেক্ষিতে আপনি তাকে কিছু বলেন না তাহলে তার সাথে আপনার কোন মতবিনিময় হলো না বা কোন সংঘর্ষ হলো না।
২.আমরা পরিবার ,সমাজ ,বন্ধু-বান্ধব ,আত্মীয়-স্বজন সবাইকে ছাড়া তো আর চলতে পারব সবাইকে নিয়ে আমাদের চলতে হবে যেহেতু মানুষ হিসেবেই জন্ম নিয়েছি তাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই চুপ থাকতে হবে তারা যদি ভুলও বলে তাদেরকে তা বলা যাবে না বললে আপনি খারাপ হয়ে যাবেন।
আমি গত এক বছর বাসার মধ্যে চুপচাপ বসে ছিলাম। কারো সাথে কোন কথা বলি নাই ।কারো সাথে কোন যোগাযোগ রাখিনি। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চেত তাও আমি করিনি বলতে গেলে আমি আমার সবকিছু ত্যাগ করেছিলাম ত্যাগ করে শুধু বাসার মধ্যে বসে থাকতাম ।কথা বলা খাওয়া-দাওয়া ঘুম পড়াশোনা সবকিছু আমি ত্যাগ এবং বিসর্জন দিয়েছিলাম। প্রথম ছয় মাস আমার খারাপ লাগলেও পরে ছয় মাস গিয়ে আমার একা থাকতে কেন জানি ভালো লাগে কারণ আমি আমার আশেপাশে যত মানুষ ছিল বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারাই আমার ছিল যাদের আমি আপন ভাবতাম আর যারা আমার আপন ভাবতো কে আমাকে আপন ভাবতো কে আমাকে আপন ভাবতো না সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম একদম অক্ষরে অক্ষরে। এই সময় কাল তাই সবাই সবাই নানা রকম কথা আমাকে বলেছিলেন। শুরুতে সবাই মধুর সুরে কথা বলেছিলেন তার জন্য সবাইকে ধন্যবাদ কিন্তু যখন আমার অবস্থা একেবারে খারাপের দিকে ছিল তখন তারাই এসে আমাকে কটো কথা বলে যেত আমি তো শুনতাম আর মনে মনে হাসতাম । একটা কথা তো আছে আপনি ঠিক তো জগত সংসার ঠিক আপনি ঠিক নাই আপনার জগতের কোন কিছুই ঠিক নেই । সবার আগে হচ্ছে নিজেকে নিজে ভালোবাসেন আর চুপ তো থাকতেই হবে তাইলে আপনি ভালো থাকবেন কারণ আপনাকে কে কি বলল তাতে কিছু আসে যায় না। কার জন্য আপনি থেমে থাকবেন তা তো কারো কিছু আসে যায় না যেমন সময় থেমে নেই ,দুনিয়ার কিছু আপনার জন্য থেমে থাকবে না ।
আমার খালামণি যিনি কিনা আমার বন্ধু বা বেস্ট ফ্রেন্ড যদি বলি তাও ভুল বলা হবে না তিনি আমার পাশে ছিলেন আছে আগামী তো সাথে তিনি থাকবেন আল্লাহর কাছে এই দোয়াই করি।
শেষ একটা কথা বলতে চাই আমার খালামণি বলে সুসময়ের বন্ধু থাকার থেকে না থাকাই ভালো এর থেকে আরো ভালো হচ্ছে একাই থাকা এবং চুপচাপ নিরবে নিজের কাজ নিজের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করার জন্য নিরবে প্রস্তুতি নেওয়া।
তাই সুখে থাকতে চাইলে চুপ থাকুন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন।
মোজাম্মেল হোসেন
১৪ তম আবর্তন
পদার্থ বিজ্ঞান বিভাগ , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।