রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সেন্টমার্টিনে চিকিৎসা সেবা নিয়ে ‘সমুদ্র জয়’

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ২৯, ২০২৩ ২:২৫ পূর্বাহ্ণ


Bangladesh Navy

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চিকিৎসা সেবা ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’। এ কার্যক্রমে জাহাজের প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে মোট ১৫০ জন নৌ-সদস্য অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ৫০০ জনকে প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হয়।

পর্যটকদের কাছে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষা করার আহ্বান জানান নৌ-সদস্যরা। তারা বলেন, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ এ দ্বীপটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। পর্যটক সমাগমকে তারা অভিনন্দন জানালেও কিছু কিছু স্থানীয় ও পর্যটকদের অসচেতনতার কারণে যেখানে-সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য দ্বীপটির সৌন্দর্য্য ও জীব বৈচিত্রকে ব্যাহত করছে। এ কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করি।

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে সমুদ্রে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় ৭ হাজার ৫০০ জন নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা অপ্রতুল। এছাড়া বর্তমানে পর্যটকদের ব্যাপক আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

The post সেন্টমার্টিনে চিকিৎসা সেবা নিয়ে ‘সমুদ্র জয়’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

সর্বশেষ - খেলাধুলা