সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: ‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী’ উপলক্ষে চট্টগ্রামে সুফি সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে তুরস্কের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন উপস্থিত সুধীজনেরা।
রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে খুলশী কনভেনশন হলে এই সুফি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশস্থ তুরস্কের দূতাবাস, চট্টগ্রামে তুরস্কের অনারারি কনসাল জেনারেল এবং সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের যৌথ উদ্যোগে এই আয়োজন হয়েছে।
সঙ্গীতসন্ধ্যায় তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘ঘূর্ণায়মান দরবেশ’র পাশাপাশি মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীও সুফী সঙ্গীত পরিবেশন করে। এর আগে, একই হলে ‘রোডম্যাপ টু সাসটেইনেবল পিস: মাওলানা জালালুদ্দিন রুমিস পাথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, মানবতাবাদী কবি মাওলানা রুমির কন্ঠে অনুরণিত হয়েছে মানুষের জয়গান। তিনি সত্যিকার ইসলামী দর্শন সুফিবাদকে প্রতিষ্ঠতা করতে সক্ষম হয়েছেন। তার মাসনভি হয়ে উঠে মানুষের অন্ধকার রজনীর আলোকবর্তিকা, পথহারা মানুষের পদপ্রর্দশক। দুনিয়ার শৌর্যবীর্য পরিহার করে আল্লাহর অকৃত্রিম মহব্বতের চর্চা করেছেন মাওলানা রুমি। অধ্যাত্মবাদের প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবারেও সেই মানবতাবাদের পতাকা উড্ডীন রয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। এতে রিপাবলিক অব টার্কির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূরত এইচ ই মোস্তফা ওসমান তুরান, তুরস্কের অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এছাড়া সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ্। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সারাবাংলা/আরডি/পিটিএম