স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে চট্টগ্রামে নগরীতে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশ বলছে, এটি নাশকতা না কি দুর্ঘটনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে জানান, কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে পোশাক শ্রমিকদের নিয়ে মিনিবাসটি আগ্রাবাদের দিকে যাচ্ছিল। বহদ্দারহাট এলাকায় আসার পর চাকা বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের নামিয়ে দেয়া হয়। চালক ও সহকারী নেমে চাকা মেরামতের উদ্যোগ নিচ্ছিলেন। সহকারী গ্যারেজ মেকানিক ডাকতে যাচ্ছিলেন।
‘এসময় সহকারী দূর থেকে দেখেন, বাসের ভেতরে আগুন জ্বলছে। তখন চালক ও সহকারী বাসের কাছে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নেভায়। উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদের জানিয়েছেন, বাসের পেছনের অংশে গ্যাস সিলিন্ডার এবং ব্যাটারির তারের সংযোগস্থলে আগুনের সূত্রপাত হয়েছে। এটি নিছক দুর্ঘটনা না কি নাশকতা সেটা আমরা তদন্ত করে দেখছি।’
নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
সারাবাংলা/আরডি/একে