শনিবার , ২৮ অক্টোবর ২০২৩ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

‘হরতালের মধ্যেই’ যান চলাচলের জন্য খুলছে বঙ্গবন্ধু টানেল

প্রতিবেদক
bdnewstimes
অক্টোবর ২৮, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: রাজনৈতিক দলের হরতাল কর্মসূচি থাকলেও রোববার (২৯ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পূর্ব ঘোষণা বহাল রাখা হয়েছে। এদিন ভোর ৬টা থেকে নির্ধারিত যানবাহন টানেল অতিক্রম করতে পারবে।

রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। ফলে টানেল খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয়ের মধ্যে প্রকল্প পরিচালক জানিয়েছেন, হরতালের সঙ্গে টানেল খোলার কোনো সম্পর্ক নেই।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে নগরীর পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রথম টোল প্রদানকারী যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী নির্ধারিত টোল পরিশোধ করে টানেল অতিক্রম করেন। তবে উদ্বোধনের দিন সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত ছিল না।

কর্ণফুলীর তলদেশে নির্মিত এ টানেল উদ্বোধনের পর দিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু শনিবার ঢাকায় সংঘাতের পর বিএনপি হরতাল আহ্বান করায় সংশয় তৈরি হয়েছিল।

‘হরতালের মধ্যেই’ যান চলাচলের জন্য খুলছে বঙ্গবন্ধু টানেল

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিচালক সেতু বিভাগের প্রকৌশলী হারুনুর রশিদ সারাবাংলাকে বলেন, ‘হরতালের সঙ্গে টানেল খোলার কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী, আগামীকাল ২৯ অক্টোবর রোববার ভোর ৬টা থেকে টানেল খুলে দেব। মোটরসাইকেল ও থ্রি হুইলার ছাড়া সবধরনের গাড়ি নির্ধারিত টোল পরিশোধ করে টানেলে প্রবেশ ও বের হতে পারবে। কারও টানেল দেখার ইচ্ছা থাকলে তিনিও নির্ধারিত গাড়িতে আসতে পারবেন। তবে কেউ যেন হেঁটে টানেলে প্রবেশের চেষ্টা না করেন, সেটা আমরা বলেছি।’

উল্লেখ্য, নগরীর পতেঙ্গায় নেভাল একাডেমির পাশ থেকে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় নেমে যাওয়া এই টানেল কর্ণফুলী নদীর দক্ষিণ-পূর্বে আনোয়ারায় সিইউএফএল ও কাফকোর মাঝামাঝি এলাকা দিয়ে স্থলপথে বের হবে। ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার টানেলে দুটি টিউব দিয়ে যানবাহন চলাচল করবে। টানেলের উত্তরে নগরীর দিকে আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কাটগড় সড়ক, বিমানবন্দর সড়ক এবং পতেঙ্গা বিচ সড়ক দিয়ে টানেলে প্রবেশ করা যাবে।

টানেল দিয়ে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি চলতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাণকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই টানেল দিয়ে যানবাহন ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলতে পারবে।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

সর্বশেষ - বিনোদন