শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

২৭ বছর ‘দেশান্তরী’, ফেরার পর স্ত্রী-ছেলেদের হাতে খণ্ডবিখণ্ড লাশ

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ট্রলিব্যাগ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধারের ঘটনায় নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের মর্মস্পর্শী রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে নিহতের বুকসহ শরীরের আরও কিছু অংশ উদ্ধার হলেও মাথা এখনও পাওয়া যায়নি। মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে সংস্থাটি।

পিবিআই জানিয়েছে, ওই ব্যক্তি প্রায় ২৭ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কার্যত নিখোঁজ অবস্থায় ছিলেন। সম্প্রতি পরিবারের কাছে ফিরে আসার পর সম্পত্তির জন্য তাকে প্রাণ দিতে হয়েছে। স্ত্রী-সন্তানেরা ঠাণ্ডা মাথায় তাকে খুন করে লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে-ছিটিয়ে দেয়, যাতে হত্যাকাণ্ডের তথ্যপ্রমাণ গোপন থাকে।

কিন্তু পিবিআইয়ের তদন্তের জালে আটকে গেছেন স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমান। হত্যাকাণ্ডে জড়িত ছোট ছেলে ও তার স্ত্রী পলাতক আছেন বলে পিবিআই জানিয়েছে।

নিহত মো. হাসান (৬১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। পিবিআইয়ের সংগ্রহ করা তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অস্থায়ী ঠিকানা লেখা আছে, সিলেট সদরের সাধুর বাজার সংলগ্ন রেলওয়ে কলোনির জামাল মিয়ার গ্যারেজ।

পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে জানান, গত ১৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলার ৭ নম্বর বাসায় হাসানকে খুন করা হয়েছে। ওই বাসায় হাসানের ছোট ছেলে তার স্ত্রী-সন্তানসহ থাকেন।

‘আঙ্গুলের ছাপ এবং নিজস্ব সোর্সের মাধ্যমে আমরা প্রথমে হাসানের পরিচয় নিশ্চিত হই। এরপর আকমল আলী রোডে তার ছোট ছেলের বাসার সন্ধান পাই। ওই বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহর পর পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। হত্যার পর শরীরের অংশবিশেষ বস্তায় ভরে বের করার বিষয়টি ফুটেজে স্পষ্ট হয়েছে। আর এটা বের করছিলেন হাসানের ছোট ছেলে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি, গত ১৯ সেপ্টেম্বর রাতে ওই বাসায় হাসানের স্ত্রী ও বড় ছেলে ছিলেন। হাসানের অবস্থানও রাতে সেখানে ছিল।’

২৭ বছর ‘দেশান্তরী’, ফেরার পর স্ত্রী-ছেলেদের হাতে খণ্ডবিখণ্ড লাশ
হাসানের লাশের খণ্ডাংশ বস্তায় নিয়ে ফেলে দেন ছোট ছেলে

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেইটে ট্রলিব্যাগটি পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল মানব শরীরের ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই কর্মকর্তারা জানান, আটক হাসানের স্ত্রী ও বড় ছেলের দেওয়া তথ্যে নগরীর আকমল আলী সড়কের খালপাড়ে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপে মোড়ানো শরীরের একটি খণ্ড উদ্ধার করা হয়েছে। সেখানে মাথার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এএসপি মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে বলেন, ‘হাসান ২৭-২৮ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কোথায় ছিলেন সেটা তার স্ত্রী-সন্তানরা জানতেন না। সম্প্রতি তিনি ফিরে আসেন। বাঁশখালীতে হাসানের পৈতৃক কিছু সম্পদ আছে। স্ত্রী-সন্তানরা সেগুলো তাদের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন হাসানের ওপর। কিন্তু হাসান সেগুলো দিতে সম্মত ছিলেন না।’

‘হত্যাকাণ্ডের দশদিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী চট্টগ্রাম শহরে ছোট ছেলের বাসায় আসেন। ঘটনার দিন বড় ছেলে মোস্তাফিজুরও সেই বাসায় যান। হাসানকেও ডেকে নেওয়া হয়। রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে স্ত্রী, দুই ছেলে এবং ছোট ছেলের স্ত্রী মিলে পরিকল্পিতভাবে তাকে খুন করে। ঠাণ্ডা মাথায় লাশ কেটে টুকরো করে ট্রলিব্যাগে করে আট টুকরো ফেলা হয় পতেঙ্গা ১২ নম্বর ঘাট এলাকায় খালে। মাথা এবং বুকসহ শরীরের আরও কিছু অংশ বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ছোট ছেলেই তার বাবার শরীরের টুকরোগুলো বিভিন্নস্থানে ফেলেন।’

এদিকে ঘটনার পর গা ঢাকা দেওয়া ছোট ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম।

সারাবাংলা/আরডি/এনএস





Source link

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
মহাকাশে অফিস খুলছে বার্তাসংস্থা তাস

মহাকাশে অফিস খুলছে বার্তাসংস্থা তাস

প্লাস্টিকের বোতলের মধ্যে লুকিয়ে মারাত্বক বিপদ, কী কী বিপদ হওয়ার সম্ভাবনা, কী বলছেন চিকিৎসকেরা

প্লাস্টিকের বোতলের মধ্যে লুকিয়ে মারাত্বক বিপদ, কী কী বিপদ হওয়ার সম্ভাবনা, কী বলছেন চিকিৎসকেরা

মাহতাব-ইয়াছিনের নেতৃত্বে এনআরবি সিআইপি এসোসিয়েশন

মাহতাব-ইয়াছিনের নেতৃত্বে এনআরবি সিআইপি এসোসিয়েশন

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম: থানায় মামলা

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম: থানায় মামলা

India vs South Africa, 1st ODI: KL Rahul blames lack of wickets in middle-overs, middle-order collapse for loss | Cricket News

India vs South Africa, 1st ODI: KL Rahul blames lack of wickets in middle-overs, middle-order collapse for loss | Cricket News

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি – Corporate Sangbad

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি – Corporate Sangbad

Sanjay Dutt Opens Up on Playing Villain in South Movies: ‘Rape Katt Gaya Hai Lekin…’

Sanjay Dutt Opens Up on Playing Villain in South Movies: ‘Rape Katt Gaya Hai Lekin…’

‘জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধকল্পে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য কক্সবাজার জেলায় সভা অনুষ্ঠিত।’

‘জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধকল্পে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য কক্সবাজার জেলায় সভা অনুষ্ঠিত।’

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু পহেলা জুন থেকে

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু পহেলা জুন থেকে

চট্টগ্রামে ‘ধর্ষণের পর’ শ্বাসরোধে শিশু খুন

চট্টগ্রামে ‘ধর্ষণের পর’ শ্বাসরোধে শিশু খুন