মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলার প্রতিনিধিঃ
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি ২৮ তারিখ নিয়ে যতই হুমকি দিক। দেশ অচল করবে। দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করবে। অস্থিতিশীর পরিস্থিতি সৃষ্টি করবে। তারা কোনভাবেই তা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সুশৃঙ্খল। তারা এর জবাব দেবে। প্রতিহত করবে। এখন যদি তারা আবার ২৮ অক্টোবর বিশৃঙ্খলা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। তারা ৯১-৯৬ পর্যন্ত সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জনকে গুলি করে কৃষক হত্যা করেছে। ৯৬ নির্বাচনে বুলেটের জবাব দিয়েছিলো।
বৃহস্পতিবার (২৬ অক্টোরব) সকালে টাঙ্গাইলের মধুপুরে ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নীরব ভূমিকা পালন করবো না। তারা দেশকে অস্থিতীশীল করার জন্য যদি গাড়ীতে আগুন দেয়, আবার বিদ্যুতের লাইন কাটে, রেল লাইন উপড়ে ফেলে তাহলে সমুচিত জবাব দেবে এদেশের মানুষ।
তিনি আরো বলেন, নির্বাচনে কারা আসলো না আসলো তা কোন বিষয় নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপি নির্বাচনে আসবে। আসতেই হবে।
মন্ত্রী খাদ্য ঘাটতি বিষয়ে বলেন, এক সময় দেশের খাদ্যের ঘাটতি পূরণের জন্য আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা দানা জাতীয় খাদ্য চাল গম ভুট্টায় অনেক সফলতা পেয়েছি। এখন সবজি, ফলমুল, আলু, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছি। প্রতি বছর আমাদের ২২ থেকে ২৫ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা বিদেশ চলে যায়। শেখ হাসিনার নেতৃত্বে তেল ফসল উৎপাদন বাড়ানো এবং বিদেশের নির্ভরশীলতা কমানোর জন্য চেষ্টা করছি। আগামী তিন বছরের মধ্যে ৫০ ভাগে নামিয়ে আনার জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। আমরা ইতোমধ্যেই ভোজ্যতেলের জন্য ২৫ ভাগ এলাকা বৃদ্ধি করেছি। তিনি আরো বলেন, স্বল্প আয়ুষ্কাল ও উচ্চ ফলনশীল ধান ও সরিষা আবাদ করে উৎপাদন বৃদ্ধি ও প্রতিযোগিতায় অন্য ফসলের সাথে টিকে থাকার জন্য কাজ করে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এই ধারা অব্যাহত থাকলে আমরা আনদানী নির্ভরতা কমিয়ে আনতে পারবো।
টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ‘ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০২৩-২৪ এ প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি । কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।