Advertise here
সোমবার , ২৪ মে ২০২১ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

৪৫)- Footsteps এবং একজন শাহ রাফায়াত চৌধুরীর যাত্রাগল্প

প্রতিবেদক
bdnewstimes
মে ২৪, ২০২১ ৭:১১ অপরাহ্ণ


ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্ট্রেপ্রেনারস (ওয়াইএসএসই) আয়োজিত “বিহাইন্ড দা জার্নি” প্রোগ্রামটি সংস্থাটির অন্যতম আলোচিত একটি অনুষ্ঠান। এখানে দেশের বিভিন্ন খ্যাতিমান এবং নামিদামী ব্যক্তিরা এসে তাদের সাফল্যের যাত্রাটি সবার সাথে ভাগ করে থাকে। ঠিক একইভাবে গত ২২ তারিখ “বিহাইন্ড দা জার্নি”র ৪৫তম এপিসোডটি ওয়াইএসএসই এর পেজ থেকে সম্প্রচারিত হয়।

এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Footsteps Bangladesh Foundation এর Co-founder এবং President শাহ রাফায়াত চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ওয়াইএসএসই এর অ্যাডমিন এবং এইচআর ডিপার্টমেন্ট এর ইন্টার্ন সাবাবা সাফুরা আহমেদ। পুরো অনুষ্ঠানজুড়ে দর্শকদের Footsteps এর পেছনের জার্নি বলে অনুপ্রাণিত করে গেছেন অতিথি।

Footsteps Bangladesh একটি বেসরকারি অলাভজনক সংস্থা যা দেশের নানারকম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরা সম্প্রতি  শন মেন্ডেস ফাউন্ডেশনের সাথে সহযোগ স্থাপন করায় সংবাদে আসে।

অনুষ্ঠানটির শুরুতেই উপস্থাপিকার প্রশ্নের জবাবে শাহ রাফায়াত জানান কিভাবে তিনি Footsteps শুরু করার পেছনে অনুপ্রেরণা পেয়েছিলেন। তার ভাষ্যমতে, ছোটবেলা থেকেই দেখে আসা ক্যাপ্টেন প্লানেট কার্টুন টি ছিলো তার অনুপ্রেরণার ১ম ধাপ। এছাড়াও, বয়স বাড়ার সাথে সাথে বাংলাদেশের পরিস্থিতি তাকে এই দেশের সামাজিক এবং সাম্প্রদায়িক ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনতে উৎসাহ প্রদান করে। 

এরপর, শাহ রাফায়াত আরো জানান Footsteps এর বিহাইন্ড দা জার্নি সম্পর্কে। সমাজের স্বার্থে কিছু করার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে কিছু বন্ধুকে সাথে নিয়ে তিনি একটি কম্বল বিতরণ কাজের মাধ্যমে এই যাত্রা শুরু করেন। কিন্তু তার মতে, এই কাজ থেকে তিনি অনুপ্রাণিত হয়ে থাকেন দেশের ছিন্নমূল মানুষদের কে অধীন পরিস্থিতি থেকে স্বাধীন পরিস্থিতে আনতে। সেই ভাবেই আরো ২ বছর রিসার্চ করে ২০১৫ থেকে পুরোদমে এই কাজ করতে থাকেন শাহ রাফায়েত। এই যাত্রায় তিনি তার টিম এবং টিমের সহযোগিতাকে সাধুবাদ জানান।

পরবর্তীতে উপস্থাপিকা অতিথি কে প্রশ্ন করেন Footsteps খোলার পেছনে নানারকম বাধা বিপত্তি নিয়ে। Footsteps খোলার পূর্বে অনেকভাবে অনেকরকম প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছে তাদের। কিন্তু একজন বন্ধুর মা এর ছোট একটি ফান্ডিং এর সাহায্যে এই স্বপ্ন পূরণ করার ১ম ধাপটি অতিক্রম করতে সক্ষম হয়েছেন শাহ রাফায়াত। এক্ষেত্রে তিনি তরুণ উৎসাহী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন যে, প্রত্যাখ্যান থেকেই সাফল্য আসবে। আপনাকে আপনার গল্প বলতে হবে এমন মানুষ কে যারা আপনার সাথে কাজ করতে পরবর্তীতে উৎসাহী হবে। 

বিহাইন্ড দা জার্নি (পর্ব: ৪৫)- Footsteps এবং একজন শাহ রাফায়াত চৌধুরীর যাত্রাগল্প

বিহাইন্ড দা জার্নি (পর্ব: ৪৫)- Footsteps এবং একজন শাহ রাফায়াত চৌধুরীর যাত্রাগল্প

Footsteps এর একটি বিশুদ্ধ পানি কার্যক্রম “প্রজেক্ট তৃষ্ণা” ২০১৫ সাল থেকে দেশের বিভিন্ন স্কুলে বিশুদ্ধ পানি পৌছে দিচ্ছে। এছাড়াও, এই বাদে আরো ৪ আলাদা আলাদা প্রজেক্ট এর সাথে যুক্ত আছে Footsteps। বর্তমানে যা প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মানুষ কে প্রভাবিত করছে। ভবিষ্যতে এই সংস্থা দেশের পুরো ৬৪ জেলায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করবার পরিকল্পনা রাখে। এ ব্যাপারে তিনি উপদেশ দিয়েছেন যে, একটিবার কোন কিছু শুরু করলে নিজের পুরো ধ্যান জ্ঞান সেই ব্যাপারেই দিতে হবে।

Footsteps আয়োজিত কিছু কার্যক্রমের মধ্যে জলবায়ু নিরসনে একটি উদ্যোগ “প্রজেক্ট We Can” এর ব্যাপারে কিছু ধারণা প্রদান করেছেন শাহ রাফায়াত। দেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে ৩টি মডিউল ছড়িয়ে দেওয়াই হলো এই প্রজেক্টের লক্ষ্য। (১) স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সবধরনের ময়লা আলাদা করে রাখার প্রবণতা তৈরি করতে বলা। (২) সেই আলাদাকৃত আবর্জনা গুলিকে রিসাইক্লিং করা এবং (৩) আবর্জনা সংরক্ষণ করা শিশুদের স্বাস্থ্য উন্নয়নে কাজ করা। এছাড়াও মার্জিনালাইজড সম্প্রদায়গুলিকে সমান ভাবে কাজে উৎসাহী করাও Footsteps এর কাজের অন্তর্ভুক্ত।

বিহাইন্ড দা জার্নি (পর্ব: ৪৫)- Footsteps এবং একজন শাহ রাফায়াত চৌধুরীর যাত্রাগল্প

বিহাইন্ড দা জার্নি (পর্ব: ৪৫)- Footsteps এবং একজন শাহ রাফায়াত চৌধুরীর যাত্রাগল্প

সাম্প্রতিক শন মেন্ডেস ফাউন্ডেশনের সাথে যোগসূত্র স্থাপনের খবরে Footsteps শিরোনামে আসে। বাংলাদেশের সব স্কুলে নিরাপদ পানি নিশ্চিতকরণে মেন্ডেস ফাউন্ডেশন থেকে ফান্ডিং এর ব্যাপারটি নিয়ে কথা বলেন শাহ রাফায়াত। তার ভাষ্যমতে, সিলেটের কিছু স্কুল থেকে এই কার্যক্রমটি শুরু করা হয়। এটি তার এক প্রকার স্বপ্ন ছিলো যা বাস্তবায়নে মেন্ডেস ফাউন্ডেশন তাদের সাহায্য করছে। তার মতে এই পার্টনারশিপটি অন্যান্য সামাজিক উন্নয়নে আগ্রহী উদ্যোক্তাদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

শাহ রাফায়াত এবং তার সংস্থা Footsteps দুটি এওয়ার্ড এর অন্তর্ভুক্ত হন। AFS প্রাইজ এবং ডায়ানা এওয়ার্ড তাদের কাজকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে যা ভবিষ্যত কার্যক্রমের একটি দ্বার খুলে দেয় Footsteps এর জন্য। 

অনুষ্ঠানের শেষে তরুণ তরুণীদের উদ্দেশ্যে কিছু উপদেশ প্রদান করেন শাহ রাফায়াত। যেখানে তিনি দুটি কথা বলেন। কোন উদ্যোগ নিলে (১) একটি স্পেসিফিক সমস্যার ক্ষেত্রে কাজ করতে হবে এবং (২) হার মানা যাবে না। এক্ষেত্রে, তিনি একটি বাণীর কথা বলেছেন

The journey of a thousand miles first begin with a STEP

এই স্টেপ থেকেই সংস্থাটির নামকরণ করা হয় বলেও জানান তিনি।

পরিশেষে, শাহ রাফায়াত চৌধুরী এবং Footsteps দেশের একটি গর্ব। ওয়াইএসএসই পরিবার সংস্থাটি এবং অতিথিকে সাধুবাদ জানায় এবং আশা করে একটি সাফল্যমণ্ডিত ভবিষ্যতের। 

এরকম আরো ব্লগ পড়তে ক্লিক করুন এখানে

সাবিকুন্নাহার আফরা

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE



Source link

বিডিনিউজে সর্বশেষ

আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ১৯ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
আর মাত্র কয়েক ঘণ্টা, কাটাতে পারলেই ১৯ মার্চ কপাল খুলবে এই ৫ রাশির! টাকায় ভাসবে সবাই…
এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ, বড় ঘোষণা নির্বাচন কমিশনের! দেখুন ভিডিও
এবার আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ, বড় ঘোষণা নির্বাচন কমিশনের! দেখুন ভিডিও
চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে মারামারি, যুবক নিহত
চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে মারামারি, যুবক নিহত
Railway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…Railway Protection Force arrested 11 illegal immigrants
Railway News: বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ‘ওরা’! রেলের কামরায় RPF হানা দিতেই যা কাণ্ড ঘটল…Railway Protection Force arrested 11 illegal immigrants

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here