মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মাদক মামলায় দণ্ডিত ২ বন্দির মৃত্যু

প্রতিবেদক
bdnewstimes
ডিসেম্বর ২০, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: মাদক মামলায় দণ্ডিত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা দুই বন্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদের মধ্যে একজন সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে এবং শনিবার গভীর রাতে আরেকজন মারা গেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন।

মৃত দুই কয়েদি হলেন- রফিকুল ইসলাম (৭০) ও আব্দুস শুক্কুর (৬২)।

ডেপুটি জেলার মনির হোসেন সারাবাংলাকে জানান, আব্দুস শুক্কুর মাদক মামলায় দুই বছরের সাজা ভোগ করছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। রোববার বিকালে অসুস্থবোধ করায় তাকে কারা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে।

এদিকে রফিকুল ইসলাম মাদক মামলায় ছয় মাসের সাজা পেয়ে গত সেপ্টেম্বরে কারাগারে যান। অসুস্থ রফিকুলকে গত চারমাসে চারবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে কারাগারে ফের অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

দু’জনের লাশ ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডেপুটি জেলার মনির হোসেন।

 

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

সর্বশেষ - খেলাধুলা