বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

‘সাম্প্রদায়িক গোষ্ঠী এবারও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে’

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি ‘বিনষ্টের চেষ্টা’ করছে বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এলজিইডি মিলনাতায়নে এক ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি এ তথ্য দেন। সমাবেশে রাজনীতিক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে তথ্য পাচ্ছি, গত বছরের মতো একই সাম্প্রদায়িক ও উগ্রবাদী গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাতে পারে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি রযেছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, যারাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, সে যে-ই হোক, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেব না। চট্টগ্রাম দেশের লাইফলাইন, তাই চট্টগ্রামের আইনশৃঙ্খলা যদি কেউ বিনষ্ট করতে পারে তাহলে সমস্ত বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তাই গুরুত্বপূর্ণ জেলা হিসেবে চট্টগ্রামের যে কোনো একটি ছোট ঘটনা অন্য জেলার বড় ঘটনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং চট্টগ্রামের পরিবেশ পরিস্থিতি আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রতি যে কোনো ভাবে রক্ষা করব।’

জেলা প্রশাসক স্থানীয় পৌর মেয়র, উপজেলা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সজাগ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে বিভিন্ন ধর্ম ও জাতির লোকজন সমান অধিকার ভোগ করে। স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা এ সম্প্রতিকে প্রায় সময় নস্যাৎ করার চেষ্টা করে। গত বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে একটি নারকীয় ধ্বংসযজ্ঞের খেলা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় কুমিল্লায় একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে ফেইসবুকে বিভিন্ন তথ্য রটিয়ে চট্টগ্রামসহ সারাদেশে পূজা মণ্ডপে হামলা হয়। আমরা বুঝতে পারছি এসব ঘটনার পেছনে কেউ কলকাটি নাড়ছে, অত্যন্ত পরিকল্পিত।’

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সমাবেশে বলেন, ‘জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ না করলে সম্প্রীতি কখনও রক্ষা করা যায় না। জনপ্রতিনিধিরা যদি বলেন- জেলা প্রশাসক, ওসি, ইউএনও এ কাজটি করবেন, তাহলে আমি বলব ভুল। যদি বলেন, আমরা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে নিয়ে কাজটি করব সেটা সঠিক। জনগণ আপনাদের ভোট দিয়েছে তাই আমি মনে করি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বড় দায়িত্ব চেয়ারম্যানদের।’

তিনি বলেন, ‘গতবার যারা করেছে, তাদের সবার তথ্য আমরা নিয়েছি। কারা আমাদের সাথে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লোটার চেষ্টা করেন, সে তথ্য আমাদের কাছে আছে। সেগুলো নিয়ে আমরা এবার মাঠে নেমেছি। মনে রাখতে হবে, আমাদের আগামী বছর নির্বাচন। স্বাধীনতার পক্ষের সরকারকে বিভিন্নভাবে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য একটি সন্ত্রাসীগোষ্ঠী আমাদের পেছনে লেগে আছে। কিন্তু এটা অসম্ভব।’

সমাবেশে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, ভারপ্রাপ্ত জেলা কমান্ডার সরোয়ার কামাল, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, লোহাগাড়া বড় হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বড়ুয়া, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন বড়ূয়া, আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম মো. আনোয়ারুল ইসলাম আযাহারী।

সমাবেশ শেষে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর সবাই সম্প্রীতি শোভাযাত্রায় অংশ নেন।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

সর্বশেষ - খেলাধুলা