Advertise here
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

Ahiritola Case আহিরীটোলায় ট্রলিব্যাগ কাণ্ডে কী ভাবে খুন? কী বলছে পুলিশ? ধৃত মা-মেয়ের কাছে রাতে আসতেন অচেনা পুরুষেরা Ahiritola Case woman death mystery police arrested two accused mother and daughter know what DGP West Bengal says

প্রতিবেদক
bdnewstimes
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ


Last Updated:

Ahiritola Case: সকাল সাড়ে সাতটা নাগাদ খবর আসে পুলিশের কাছে দুজন মহিলা একটি ট্রলি নিয়ে ঘুরছে৷ ট্রলি নিয়ে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, কুকুরও তাড়া করে।

ট্রলিতে দেহ উদ্ধার ট্রলিতে দেহ উদ্ধার
ট্রলিতে দেহ উদ্ধার

সকাল সাড়ে সাতটা নাগাদ খবর আসে পুলিশের কাছে দুজন মহিলা একটি ট্রলি নিয়ে ঘুরছে৷ ট্রলি নিয়ে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, কুকুরও তাড়া করে। পরে পুলিশ গিয়ে দেখে ট্রলিতে রয়েছে মৃতদেহ।

পুলিশ দেহ দেখে জানতে পারে মৃতদেহের পা কাটা কেটেছিল৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মধ্যমগ্রামের দলতলা মোড় থেকে সরাসরি ট্যাক্সি করে আনে কলকাতা। অন্য দিকে কাজিপাড়া থেকে শিয়ালদাহ টিকিট পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: ধার দিচ্ছে না ভারত, আটকে বহু রেল প্রকল্প! দিল্লি টাকা না দিলে অথৈ জলে পড়বে বাংলাদেশ রেল? মাথায় হাত ইউনূস সরকারের

খুনে অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং তাঁর মকে উত্তর বন্দর থানা গ্রেফতার করেছে। ফাল্গনী এবং তার মায়ের বয়ানে অসংগতি রয়েছে বলে জানা গিয়েছে। দেহ থেকে পুলিশের অনুমান সোমবার নয়, রবিবার খুন হয়ে থাকতে পারেন সুমিতা ঘোষ। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে মৃত‍্যুর সময়, তবে দেহ দেখে পুলিশের মনে হচ্ছে রবিবার খুন হয়ে পারেন সুমিতা। ফাল্গুনী এবং তাঁর মায়ের বয়ানে অসংতি পাচ্ছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে শুনে রীতিমতো অবাক পাড়া-প্রতিবেশীরাও। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে প্রায় আড়াই বছর ধরে থাকতেন শুধু মা ও মেয়েই৷  মেয়ে ফাল্গুনী ঘোষ ও মা আরতি ঘোষ পাড়া-প্রতিবেশীদের সঙ্গে মিশতেন না বলেই জানান তাঁরা। স্থানীয় সূত্রে দাবি, হামেশাই রাতে অচেনা লোকের যাতায়াত লক্ষ্য করা যেত ওই বাড়িতে। অচেনা লোকেদের আনাগোনার প্রতিবাদও করেছিলেন প্রতিবেশীরা।

আরও পড়ুন: চণ্ডীতলা কাণ্ডে বিরাট মোড়! সাসপেন্ড প্রাক্তন আইসি জয়ন্ত পাল! ঘটনার দিন সঙ্গে ছিলেন বান্ধবী, মিলেছিল বিশেষ ওষুধ

ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি মনোজ ভার্মা বলেন, “যেহেতু কলকাতা পুলিশ তদন্ত শুরু করছে। তাই ফরেন্সিক টিম এখান থেকে পাঠানো হবে। সিসিটিভি নিয়ে আমরা আমাদের টিমকে বলেছি। ট্রাফিক আলাদা তাই আমরা  ক্রাইমের জন্য সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছে”। তদন্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, “এখন নর্থ পোর্ট থানা খুনের  ঘটনা শুরু করছে। বাকিটা বারাসাত পুলিশের সঙ্গে কথা বলা হবে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে একটি সাদা কালারের ট্যাক্সি নিয়ে এসেছিল”।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Ahiritola Case: আহিরীটোলায় ট্রলিব্যাগ কাণ্ডে কী ভাবে খুন? কী বলছে পুলিশ? ধৃত মা-মেয়ের কাছে রাতে আসতেন অচেনা পুরুষেরা

Next Article

Jadavpur University: যাদবপুরে ঘেরাও-মুক্ত উপাচার্য-সহ অধ্যাপকরা! মার্কশিট ট্যাম্পারিং নিয়ে অনড় বিশ্ববিদ্যালয়



Source link

বিডিনিউজে সর্বশেষ

সর্বশেষ - বিনোদন

Advertise here