Advertise here
শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত
Advertise here

India Bangladesh Train: ভারত-বাংলাদেশের মধ্যে আর কি চলবে না মৈত্রী-মিতালি এক্সপ্রেস? টানাপোড়েনে মাথায় হাত সাধারণ মানুষের

প্রতিবেদক
bdnewstimes
নভেম্বর ২৯, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ


Last Updated:

India Bangladesh Train: কবে চলবে বন্ধন, মিতালি, মৈত্রী এক্সপ্রেস? 

কবে ফের চালু?কবে ফের চালু?
কবে ফের চালু?

কলকাতা: বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহু বছর ট্রেন চলাচল বন্ধ ছিল। ২০০৮ সালে তা আবার শুরু হয়। দুই দেশের মধ্যে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। কলকাতায় চিকিৎসা করাতে আসা এবং তারপরে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশের বাসিন্দাদের জন্য এই ট্রেনই ছিল বড় ভরসা। কিন্তু আপাতত তা স্থগিত হয়ে রয়েছে।

জানা গিয়েছে, যে দিন এই আন্দোলন শুরু হয়, সে দিনই ঢাকা যাওয়ার পরে আটকে গিয়েছিল মৈত্রী এক্সপ্রেস।দু’দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে প্রথমে ট্রেন চলাচল সাময়িক বন্ধের পক্ষপাতী ছিল ভারতই। যদিও পরবর্তী সময়ে ভারত এই রেল চলাচল শুরুর বিষয়ে উদ্যোগী হলেও এখন বাংলাদেশ সরকার কিছুটা ‘বেঁকে’ বসেছে। বাংলাদেশের রেল কর্তারা মনে করছেন, ভারতের ভিসা ইস্যু স্বাভাবিক না হলে ট্রেনে যাত্রী পাওয়া যাবে না। যাত্রীর অভাবে ইতিমধ্যে দু’দেশের সরকারি-বেসরকারি উড়ান চলাচলের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: শরীরে একাধিক আঘাত, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ভয়ঙ্কর মৃত্যু! কী করেছেন ‘বাড়ির লোক’?

এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল আবার কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বাংলাদেশের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই দুই দেশের মধ্যে ট্রেন চলাচল আবার শুরু হবে। গত জুলাই মাস থেকেই ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে অশান্ত অবস্থার প্রেক্ষিতে বন্ধ ভারত এবং পড়শি এই দেশের মধ্যে ট্রেন চলাচল। তখনই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। একই সঙ্গে বন্ধ হয়ে যায় খুলনা এবং কলকাতার মধ্যে চলাচলকারী বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেসও।

কবে থেকে এই ট্রেনগুলি আবার চালু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে কিছু জানানো হয়নি। পূর্ব রেল নোটিস দিয়ে জানিয়েছে, রেক পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পরবর্তী কোনও নোটিস না আসা পর্যন্ত সাময়িক বাতিল থাকবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। কিন্তু ১৩৪ দিন ধরে বেনজির ভাবে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ। ১৯ জুলাই থেকে ২৯ নভেম্বর!

ভারতের সঙ্গে বাংলাদেশের বাস পরিষেবা কিছুদিন বন্ধ থাকার পর তা-ও সচল হয়েছে। কলকাতা বা দিল্লির সঙ্গে আকাশপথে পুনর্বহাল গিয়েছে ঢাকা বিমানবন্দরের যোগযোগ। এমনকি মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পুজোর আগে ইলিশও পাঠিয়েছে ভারতে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দু’দেশের রেল যোগাযোগ পরিষেবা এখনও স্তব্ধ! ১৯ জুলাই থেকে বন্ধ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। ২০ জুলাই থেকে বন্ধ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়েজের অনুরোধে জুলাই মাসে এই দুটি রুটে ট্রেন বন্ধ হয়েছিল। অসুবিধায় পড়েছেন দুই দেশের সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, যাঁদের চাইলেই বিমানে সফর করার সঙ্গতি নেই। এদিকে বাসযাত্রাও রোগীদের ক্ষেত্রে কষ্টকর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

India Bangladesh Train: ভারত-বাংলাদেশের মধ্যে আর কি চলবে না মৈত্রী-মিতালি এক্সপ্রেস? টানাপোড়েনে মাথায় হাত সাধারণ মানুষের



Source link

বিডিনিউজে সর্বশেষ

হাতে মাত্র ৪২দিন! ৩ রাশি ২০২৭ পর্যন্ত টাকায় মুড়ে, কোনও কিছুরই অভাব হবেনা জীবনে
হাতে মাত্র ৪২দিন! ৩ রাশি ২০২৭ পর্যন্ত টাকায় মুড়ে, কোনও কিছুরই অভাব হবেনা জীবনে
সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা লাবু চৌধুরী
সাধারন সম্পাদক প্রার্থী বিএনপির তুখোড় নেতা লাবু চৌধুরী
Malda Town Station: এস্কেলেটর, লিফটের পাশাপাশি পাঁচতারা হোটেলের মতো লাউঞ্জ! বিমানবন্দরকেও টেক্কা দেবে বাংলার এই রেলস্টেশনMalda Town Station looks like a airport after renovation
Malda Town Station: এস্কেলেটর, লিফটের পাশাপাশি পাঁচতারা হোটেলের মতো লাউঞ্জ! বিমানবন্দরকেও টেক্কা দেবে বাংলার এই রেলস্টেশনMalda Town Station looks like a airport after renovation
জবিতে শহিদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
জবিতে শহিদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Advertise here